ফিলিং স্টেশনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু
নওগাঁর নিয়ামতপুরে ফিলিং স্টেশনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরও চার শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাবতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার গাবতলী বাজারের হারুন আলীর ছেলে শ্রমিক আনিছুর রহমান (৪০) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার আলিনগর গ্রামের সুজন(২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গাবতলী বাজারে সকাল থেকে আটজন শ্রমিক ‘সোনার ফিলিং স্টেশন’ পেট্রল পাম্পের ছাদের নির্মাণ কাজ করেছিলেন। হঠাৎ সাটারিং ভেঙে পড়লে ছয়জন শ্রমিক নিচে চাপা পড়েন। এ সময় নিয়ামতপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার কাজ শুরু করলে ঘটনাস্থলেই আনিছুর রহমান ও সুজন মারা যান। এ সময় আরও চারজন শ্রমিককে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
আব্বাস আলী/আরএআর/পিআর