রানীনগরের ওভারব্রিজটি উঁচু করার আশ্বাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৮

নওগাঁর রানীনগর ও আত্রাই উপজেলায় ৩টি অরক্ষিত রেলক্রসিং ও ওভারব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদের যাত্রী নিহতের ঘটনায় ওভারব্রিজটি উঁচু করার আশ্বাস দিয়েছে পাকশী রেলওয়ে বিভাগ।

বুধবার পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা (ডিটিও) শওকত জামিল জাগো নিউজকে বলেন, ট্রেনের ছাদে ভ্রমণ অবৈধ। আমরা বরাবর যাত্রীদের ট্রেনের ছাদে ভ্রমণে নিষেধ করি। কিন্তু তারপরও যাত্রীরা সেটা মানতে নারাজ। যেহেতু ওভারব্রিজের ধাক্কা লেগে নিহতের ঘটনা ঘটছে আমরা ভবিষ্যতে ওভারব্রিজের উচ্চতা (উঁচু) বাড়াবো।

এদিকে গত তিন মাসে রানীনগরের এ ওভারব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে থাকা পাঁচজন যাত্রী ও রেলক্রসিং পারাপারের সময় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস রানীনগর স্টেশন অতিক্রম করার সময় মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ট্রেনের ছাদে থাকা চার যাত্রী ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যায়। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, নওগাঁ জেলার সাপাহার থানার মালিপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আমিনুল ইসলাম (৩০), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বড় হাশিমপুর ডাক্তার পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (১৯), পার্বতীপুর উপজেলার চৈতাপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মনিরুজ্জামান (২২) এবং পঞ্চগড়ের বোদা উপজেলার তিতোপাড়া গ্রামের রমজান আলীর ছেলে আপেল মাহমুদ (২৬)।

এ সময় আরিফুল ইসলাম ও মোতালেব হোসেন নামের আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদের প্রথমে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

গত ২ জানুয়ারি আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে উপজেলার শাহাগোলা রেলস্টেশন এলাকায় উপজেলার মাধাইমুড়ি গ্রামের মৃত আহসান প্রামাণিকের ছেলে মুনছুর রহমান মারা যান। গত বছর ১৫ ডিসেম্বর রানীনগর ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা দিনাজপুরের পার্বতীপুরের নামাপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে রতন (২৫) মারা যায়।

জানা গেছে, ট্রেনের ছাদে ভ্রমণকারীরা দরিদ্র পরিবারের। তারা জীবন জীবিকার তাগিদে ঢাকায় পোশাক কারখানায় চাকরি ও রিকশা চালায়। আর তারা বাড়িতে ফেরার সময় টাকা বাঁচানোর জন্য বিনা টিকিটে ট্রেনের ছাদে চড়ে। সেখানেই ঘটছে দুর্ঘটনা।

তবে রানীনগর স্টেশনে অবস্থিত ওভারব্রিজ তেমন কোনো কাজে আসে না বলে জানিয়েছেন স্থানীয়রা। ওভারব্রিজটি অপসারণ অথবা উচ্চতা বৃদ্ধির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।

এদিকে মঙ্গলবার রাতে চার যাত্রী নিহতের ঘটনায় নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিস থেকে মাপ নেয়া করা হয়েছে। রেললাইন থেকে ওভারব্রিজের উচ্চতা ১৬ ফুট ২ ইঞ্চি এবং ট্রেনের উচ্চতা ১৩ ফুট ৬ ইঞ্চি বলে জানা গেছে।

রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া বিনতে তাবিব বলেন, ওভারব্রিজের উচ্চতা বৃদ্ধির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।

সান্তাহার জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

আব্বাস আলী/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।