যশোর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ককটেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১২:২৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরসহ আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আজমল হুদা জানান, শনিবার সকালে যশোর জেলা প্রশাসক চত্বরের কালেক্টর মার্কেটের পাশে একটি হাতবোমা সাদৃশ্য বস্তু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থালে গিয়ে ককটেলটি উদ্ধার করে।

এ সময় র‌্যাবের একটি দল সেখানে উপস্থিত ছিল। তবে কিভাবে এখানে ককটেল এলো তার উত্তর মেলেনি। পুলিশ তদন্ত করছে বলেও জানান ওসি।

মিলন রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।