ট্রাক থামিয়ে চাঁদা আদায়, ভুয়া পুলিশ আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রামে হাইওয়ে পুলিশ অফিসার পরিচয়ে চাঁদা আদায়কালে অজয় কুমার রায় (৩৫) নামে এক ভুয়া পুলিশ অফিসারকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার দুপুরে আটক ওই ভুয়া পুলিশকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলার কবরস্থান বাজার এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। আটক অজয় কুমার রায় উপজেলার রসুলগঞ্জ গ্রামের সুমাংশু কুমার রায়ের ছেলে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, অজয় কুমার পুলিশ অফিসার পরিচয়ে ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে তাকে ভুয়া পরিচয় পত্রসহ আটক করা হয়।

রবিউল হাসান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।