চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন গুলিবিদ্ধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:২৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফরিদ ও ইউসুফ নামে দুই জন পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তারা পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ।

রোববার রাত ১টার দিকে খুলশী থানার আমবাগান এলাকার পূবালী মাঠসংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ সময় ডিবি পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামানসহ ৩ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম ডিবি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে তিনি বলেন, গোপন সূত্রে ডাকাত দলের উপস্থিতির খবর পেয়ে আমরা তাদের ঘিরে ফেলি। এ সময় তারা আমাদের দেখে গুলি করলে আমরাও পাল্টা গুলি চালাই। পরে ঘটনাস্থল থেকে দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পরে ঘটনাস্থল থেকে দেশীয় বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, রামদা, চাপাতি, কিরিচ উদ্ধার করা হয়েছে।

এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।