জয়পুরহাটে হুন্ডির টাকাসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ১১:০২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল তিনমাথা এলাকা থেকে এক লাখ ৪৮ হাজার টাকাসহ তার্কিক হাসান (২৬) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব এবং অর্গানাইজড ক্রাইম ও সিআইডির সদস্যরা। মঙ্গলবার মধ্যরাতে তাকে আটক করা হয়।

তার্কিক হাসান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেব গ্রামের তোরাব আলীর ছেলে।

অর্গানাইজড ক্রাইম ও সিআইডি ঢাকার পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম খান জানান, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে পুরানাপৈল তিনমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করার পর তার দেয়া তথ্যমতে শহরের মৌসুমি মার্কেটের ২য় তলায় তার কর্মস্থলে অভিযান চালিয়ে একলাখ ৪৮ হাজার ৪৫০ টাকা, বিভিন্ন কোম্পানির মোবাইল সিমকার্ড ৮৬টি, ৪টি মোবাইল সেট ও ৬টি ব্যাংক চেক উদ্ধার করা হয়।

গ্রেফতার তার্কিক জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলার প্রধান আসামি।

রাশেদুজ্জামান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।