জাফর ইকবালের ওপর হামলাকারীর মামা পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০২:৪৯ এএম, ০৪ মার্চ ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী যুবকের পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গেই তার বাসায় তল্লাশি চালিয়েছে র‌্যাব ও পুলিশ সদস্যরা।

হামলাকারী যুবকের নাম ফয়জুর রহমান ফজলু। সে একটি মাদ্রাসায় পড়ালেখা করেছে। তার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদলের কালিয়ার কাপন গ্রামে। তার পিতা হাফিজ আতিকুর রহমান সিলেটের টুকেরবাজার মহিলা মাদ্রাসার শিক্ষক।

বর্তমানে সে সিলেটের কুমারগাও এলাকার শেখ পাড়ায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকে।

media

শনিবার রাতে সিলেটের কুমারগাও এলাকার শেখ পাড়ায় ফয়জুরের বাসায় তল্লাশি করেও কাউকে পায়নি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার মামা সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান ফজলুকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শেরপুর গ্রামের বাসিন্দা। তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাস করেন।

মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি শফিকুর রহমান জানান, ফয়জুরের পারিবারিক ও অন্যান্য তথ্যের জন্য তার মামাকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তবে তিনি আটক নন।

ছামির মাহমুদ/এমবিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।