প্রয়াত নেতা আব্দুল জলিলের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০৬ মার্চ ২০১৮

প্রয়াত নেতা আব্দুল জলিলের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর দ্বিতীয়বারের মতো নওগাঁ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়।

এছাড়া প্রতিবারের মতো শহরের চকপ্রাণ মহল্লায় গ্রামের বাড়িতে পারিবারিকভাবেও মিলাদ মাহফিল ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।

মরহুমের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও কাজী পাড়া মসজিদের পেশ ইমাম মাওলানা ওয়াহিদ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, ইসরাফিল আলম এমপি, ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, সহ-সভাপতি কাজী রেজাউল ইসলাম, একিউএম ওয়াহেদুল ইসলাম বাদশা, নির্মল কৃষ্ণ সাহা, ছেলে নিজামউদ্দিন জলিল জন দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রয়াত নেতা আব্দুল জলিলের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নেতাকর্মীরা। এর আগে দলের বিভিন্ন নেতাকর্মীরা মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

আব্দুল জলিলের সংক্ষিপ্ত জীবনি : তিনি ১৯৩৯ সালের ২১ জানুয়ারি তৎকালীন নওগাঁ মহকুমার চকপ্রাণ মহল্লায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ফয়েজ উদ্দিন আহমেদ ও মাতা জরিনা ফয়েজ। তার দুই স্ত্রী ফাতেমা জলিল ও রেহানা জলিল, দুই মেয়ে ডা. শারমীন জলিল জেসি ও ডা. মৌমিতা জলিল জুলি এবং দুই ছেলে নিজামউদ্দিন জলিল জন ও জুমায়েত জলিল জুম্মা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের পথে আমৃত্যু পথচলা এক রাজনিতীবিদের নাম জননেতা আব্দুল জলিল। দীর্ঘ ৭৪ বছর জীবনে ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ- ৫৭ বছর একই আর্দশ পথ হেঁটেছেন। নওগাঁ-৫ সদর আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি একটানা ১৬ বছর নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

২০১৩ সালে ৬ মার্চ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে তার গ্রামের বাড়ি জন্মভূমি শহরের চকপ্রাণে বাবা-মায়ের কবরের পাশে চিরনিন্দ্রায় শায়িত করা হয়। নওগাঁ শহরের বাইপাশে ৭১ ফুট উঁচু ১৯৭১-এর মুক্তিযুদ্ধের স্মৃতি বহনে তার প্রচেষ্টায় স্মৃতিস্তম্ভ নিমার্ণ করা হয়।

আব্বাস আলী/এমএএস/আরআইপি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।