বিরোধ মীমাংসায় গিয়ে মাতব্বর নিহত
জামালপুরে দুই পক্ষের বিরোধ মীমাংসা করতে গিয়ে হামলায় বাবর আলী বাবু (৩৫) নামে এক মাতব্বর নিহত হয়েছেন। সোমবার সকালে সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের পূর্বপাড় দিঘুলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবর আলী বাবু পূর্বপাড় দিঘুলী গ্রামের মৃত আজাফফর আলীর ছেলে।
নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জয়নাল আবেদিন জানান, পূর্বপাড় দিঘুলী গ্রামের কাজিম উদ্দিনের সঙ্গে প্রতিবেশী মফিজ উদ্দিন ময়েজের বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। সোমবার ওই বিরোধ মীমাংসার জন্য গ্রামের মাতব্বর বাবর আলী বাবু ঘটনাস্থলে যান। এ সময় কাজিম উদ্দিন উত্তেজিত হয়ে তার লোকজন নিয়ে বাবর আলীর ওপর হামলা চালান। পরে ঘটনাস্থল থেকে বাবর আলীকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাজিম উদ্দিন ও তার ছেলে জুলমত আলীকে আটক করেছে পুলিশ।
শুভ্র মেহেদী/আরএআর/এমএস