জীবিত উদ্ধারের তালিকায় নেই ফেনীর পলাশ
নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় জীবিত উদ্ধার ১৯ জনের তালিকায় নেই ফেনীর মতিউর রহমান পলাশ।
ধারণা করা হচ্ছে তিনি আর বেঁচে নেই। পলাশের বাড়ি সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের কাজীর হাটে। তিনি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন।
পলাশের ভাই মিজানের বরাত দিয়ে বগাদানা ইউপির চেয়ারম্যান মোহাম্মদ ইছহাক খোকন বিমানে পলাশের অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে চার ক্রুসহ ৬৭ আরোহীবাহী বিমানটি বিধ্বস্ত হয়। এতে অন্তত ৫০ জন নিহত হন। এ ঘটনায় ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তারা হলেন ইমরানা কবির হাসি, পিঞ্চি ধামী, সামিনা বয়ানজাংকার, কবির হোসেন, মেহেদী হাসান, রেজওয়ানা আব্দুল্লাহ, স্বর্ণা সৈয়দা কামরুন্নাহার, শাহরিন নাহার, মো. শাহীন বেপারী, কিশোর ত্রিপাঠী, হরিপ্রসাদ সবেদী, ডায়ারান তাম্রাকার, কেশব পান্ডে, বসন্ত বহুরা, আশিষ সঞ্জিত, বিনোদ রাজ পাডিয়াল, দিনেশ হুমাগেইন, রেজাউল হক ও সোনম শাক্য।
জহিরুল হক মিলু/বিএ