মাদরাসা শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হতে হবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ১১:৫৯ এএম, ১৫ মার্চ ২০১৮

প্রধানমন্ত্রী মাদরাসা শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে এর মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। মাদরাসা শিক্ষাকে একটি যুগোপযোগী শিক্ষা হিসেবে গড়ে তুলতে বাংলা-ইংরেজির পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতিও জোর দিয়েছে সরকার। তাই মাদরাসার শিক্ষার্থীদের আধুনিক ও বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হতে হবে।

মাগুরা সদর উপজেলার বানিয়াবহ মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বৃহস্পতিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার একথা বলেন।

মাদরাসার প্রধান শিক্ষকের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসার, অভিভাবকসহ বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী এ সময় উপস্থিত ছিলেন।

আরাফাত হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।