একই মাঠে ওয়াজ ও ওরস, ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১৫ মার্চ ২০১৮

সুনামগঞ্জের দিরাইয়ে বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের চত্বর মাঠ ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন চত্বর মাঠে বৃহস্পতিবার দুপুর থেকে ভাটিপাড়া ইউনিয়নের সংগঠন ইসলামবিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা জাকির হোসাইন তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করার ঘোষণা দেন।

সে অনুযায়ী পোস্টারও বিতরণ করা হয়। একই সময় একই গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নুর জম্মাতের লোকজন ওই স্থানে ওরস পালন করার ঘোষণা দেন।

এ নিয়ে উত্তেজনা বিরাজ করলে দুই পক্ষকে নিয়ে বুধবার আলোচনায় বসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এতে দুইপক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকেন।

পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

বিষয়টি নিশ্চিত করে দিরাই থানা পুলিশের ওসি মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। বিরোধপূর্ণ অনুষ্ঠানস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।