সুনামগঞ্জে লেগুনা চাপায় দুই চিকিৎসক নিহত
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের হালুয়ারগাঁও এলাকায় লেগুনা চাপায় দুই সরকারি পশু চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাল্লা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মোতালেব (৪৫) ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে প্রাণি চিকিৎসক সেলিম আহমদ (৩৫)। দুর্ঘটনায় আমির হোসেন (৩০) নামে এক খামারি আহত হয়েছেন।
পুলিশ জানায়, সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নের জানিগাঁও থেকে একটি মোটরসাইকেল যোগে দুই চিকিৎসকসহ তিনজন সুনামগঞ্জ যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা সুনামগঞ্জ শহর থেকে দক্ষিণ সুনামগঞ্জগামী একটি লেগুনা তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন ও সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। দুর্ঘটনার পর সুনামগঞ্জ-সিলেট সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লেগুনার অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
আরএআর/জেআইএম