ট্রাকভর্তি ফেনসিডিলসহ গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ১৫ মার্চ ২০১৮

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ট্রাকভর্তি ফেনসিডিলসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি অটোভ্যানও জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকেলে রামচন্দ্রপুর ও পূর্ব বাজিদপুর মিশন এলাকা থেকে ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার গোদার পাড়া গ্রামের মৃত গোফার মন্ডলের ছেলে ট্রাকচালক আইনুল ইসলাম (৩৮), বগুড়া শাহাজানপুর উপজেলার শিয়ালচাপর গ্রামের আজগর আলীর ছেলে আতাউর (৩৫), গাবতলী উপজেলার কোপিহাড়ি ভিটা গ্রামের কোরবান আলীর ছেলে মিনারুল ইসলাম (৩০) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ছেলোবেলো গ্রামের মোতাহার আলীর ছেলে আব্দুল করিম (৩২)।

পাচঁবিবি থানা পুলিশের ওসি ফরিদ হোসেন জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে রামচন্দ্রপুর ও পূর্ব বাজিদপুর মিশন এলাকা থেকে ৪৮০ বোতল ফেনসিডিলসহ ১টি ট্রাক ও ১টি অটোভ্যানসহ চারজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভারত থেকে পাচার হয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ফেনসিডিলগুলো যাচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

রাশেদুজ্জামান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।