মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০২:২০ পিএম, ১৭ মার্চ ২০১৮

শরীয়তপুরের নড়িয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রুবেল ছৈয়াল (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নড়িয়া নিতাইর বাজারের কাছে লোনসিং-নড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রুবেল ছৈয়াল নড়িয়া পৌরসভার লোনসিং বকুলতলা গ্রামের রোস্তম আলী ছৈয়ালের ছেলে। রুবেল লোনসিং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে বাড়ি থেকে নড়িয়া বাজারের দিকে যাচ্ছিল রুবেল। দুর্ঘটনাস্থে পৌঁছলে মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. ছগির হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।