পুলিশের হাত থেকে পালিয়ে আমগাছে উঠল আসামি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১৮ মার্চ ২০১৮

 

পুলিশি পাহারায় আদালতে নেয়া হচ্ছিল মাদক মামলার এক আসামিকে। পথে হাতকড়াসহ পালিয়ে যায় আসামি। প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর আমগাছের ওপর থেকে আবার তাকে গ্রেফতার করা হয়।

রোববার মাদারীপুরের পূর্ব ডাসারের কাঁঠালতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার ডাসার থানার পূর্ব দর্শনা গ্রামের সিরাজ মাদবরের ছেলে শাহাদাৎ মাদবরকে (১৮) গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে হাতকড়া পরিয়ে ভ্যানযোগে ডাসার থানা থেকে মাদারীপুর আদালতে নেয়া হচ্ছিল। ভ্যানটি কাঁঠালতলা বাজার এলাকায় পৌঁছলে পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায়। প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর আমগাছের মগডাল থেকে তাকে আবার গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডাসার থানা পুলিশের ওসি ইমদাদুল জানান, তাকে আদালতে নেয়ার পথে পালিয়ে গিয়েছিল। পরে তাকে আবার আমগাছ থেকে গ্রেফতার করা হয়েছে।

এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।