চুয়াডাঙ্গায় ২ লাখ ১৬ হাজার ডলারসহ আটক ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৭:২১ পিএম, ১৮ মার্চ ২০১৮

ভারত থেকে পাচার হয়ে আসা ২ লাখ ১৬ হাজার ডলারসহ আটজনকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট থেকে আটক করেছে বিজিবি।

রোববার সকালে ব্যাগ ও লাগেজসহ তাদের আটক করা হয়। আটক মার্কিন ডলারের বাংলাদেশি টাকায় মূল্য প্রায় ১ কোটি ৭৯ লাখ টাকা।

৬-বিজিবির পরিচালক ইমাম হাসান মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬-বিজিবির বিশেষ একটি দল দামুড়হুদার দর্শনা জয়নগর চেকপোস্ট এলাকায় অভিযান চালায়।

এ সময় ভারত থেকে আসা ৮ বাংলাদেশি নাগরিককে ব্যাগ ও লাগেজসহ আটক করে। তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২ লাখ ১৬ হাজার ১০০ মার্কিন ডলার উদ্ধার করে। লাগেজ থেকে ভারতীয় কাপড়, থ্রি-পিস, শাড়ি ও বিভিন্ন কসমেটিকস উদ্ধার করে।

তিনি আরও জানান, আটক আটজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে দামুড়হুদা থানায়। এর সঙ্গে অন্য যারা জড়িত তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের অনেকে গত তিন মাসের মধ্যে প্রায় ২০ বার ভারত-বাংলাদেশে আসা যাওয়া করেছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে চোরাকারবারীর সঙ্গে জড়িত।

সালাউদ্দিন কাজল/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।