নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় মাছ ধরতে গিয়ে আটক ১১
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মাছ ধরতে নামায় ১১ জেলেকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের একটি নৌকা জব্দ করা হয়। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভেদরগঞ্জ মৎস্য কর্মকর্তা ও পুলিশের একটি দল নিয়ে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।
জানা যায়, উপজেলার কাঁচিকাটা এলাকায় পদ্মা নদীতে জাল ফেলে মাছ ধরার সময় কারেন্ট জালসহ ১১ জেলেকে আটক করা হয়। এরা হলেন- মো. ফকরুল ইসলাম (৩৫), আলআমিন ভূইয়া (২৫), আহসানুল্লাহ্ (৪৫), শাহজালাল (৩০), জসিম হোসেন (৩২), শাহেদ (২৫), বোরহান উদ্দিন (৩২), মানিক (২৫), রশিদ বেপারী (৩২), আলতাফ বেপারী (৭২) ও রাজিব (১৮)।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল নড়িয়া উপজেলার সুরেশ্বর পয়েন্ট থেকে গোসাইরহাট আলুরবাজার পর্যন্ত পদ্মা নদীর এই বিশ কিলোমিটারের মধ্যে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু ওই ১১ জেলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার জন্য নদীতে জাল ফেলে। একারণে তাদের আটক করা হয়। পরে বিকেল ৩টার দিকে জেলেদেরকে ভেদরগঞ্জ উপজেলা কার্যালয়ে এনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৯ জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বাকি দুই জনকে ৫ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। আর জব্দকৃত ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মো. ছগির হোসেন/আরএ/এমএস