ঠাকুরগাঁও বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৬:০২ পিএম, ২১ মার্চ ২০১৮

বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় দুই হাজার দরিদ্র অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি। বুধবার বালিয়াডাঙ্গী উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়ন পরিষদে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন। পরে বিজিবির মেডিকেল কর্মকর্তা মেজর মোক্তার আহমেদ ও মেজর উম্মে হানি রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই বিওপি সীমান্তের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা প্রায় দুই হাজার দুস্থ, অসহায়, অসুস্থ মানুষকে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি ফ্রি ওষুধ প্রদান করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন- ৫০ বিজিবির সহকারী পরিচালক আবুল হাসেম, ৭নং আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আকালু হোসেনসহ অনেকেই।

রবিউল এহসান রিপন/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।