চার বছরের শিশুর একক চিত্র প্রদর্শনী
নওগাঁয় চার বছরের শিশু জিওন হক জর্জের তিন দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাবের দোতলায় চিত্র প্রদশর্নীতে প্রধান অতিথি ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি।
এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনকি সম্পাদক শাকিল আহমেদ বাদল, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, বাংলাদেশ পেটরা প্রডাক্টস ন্যাশনাল সেলস ম্যানেজার রিয়াজুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জুয়েলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শিশু জিওন হক নওগাঁর আর্টি রিজভি আহমেদের একমাত্র সন্তান। রিজভি আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে পড়াশুনা করেছেন। মূলত শিশু জিওন ছবি আঁকা তার বাবার কাছেই হাতেখড়ি। বর্তমানে তার বাবার প্রতিষ্ঠান ‘আঁকার আগ্রহে শেখা’ স্কুলে পড়ছে। আর মনের অজান্তে ভালোলাগা থেকেই ছবি আঁকে জিওন। তার আঁকা ছবিগুলোর মধ্যে স্থান পেয়েছ মুক্তিযুদ্ধের চিত্র, শিশুদের স্কুলে যাওয়া, বনভোজন, বন, জঙ্গল, গ্রামের প্রকৃতিসহ বিভিন্ন।

উদ্বোধনী দিনে ছিল দর্শকদের উপচে পড়া ভীড়। তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনীতে শিশু চিত্র শিল্পী জিওন হক জর্জের মোট ১০০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
আব্বাস আলী/এএম/জেআইএম