জাতিসংঘের ঘোষণায় বিএনপির গাত্রদাহ হচ্ছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২৩ মার্চ ২০১৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশকে একটি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। এটা দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে, এটাই স্বাভাবিক। পাকিস্তানের প্রেতাত্মাদের মনে কষ্ট হবেই।

শুক্রবার সকালে কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে স্বাধীনতা শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে ‘ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার উন্নয়নের মিছিল করেছে’ বিএনপি নেতাদের এমন এক মন্তব্যের প্রেক্ষিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় হানিফ বলেন, মওদুদ আহমেদ শুধু একজন প্রখ্যাত আইজনীবী হিসেবেই পরিচিত নন, একজন প্রখ্যাত প্রতারক হিসেবেও পরিচিত। তিনি একজন মৃত ব্যক্তির স্বাক্ষর জালিয়াতি করে একটি বাড়ি দখল করেছিলেন। তাই মওদুদ আহমেদ একজন জাল-জালিয়াতি হিসেবে পরিচিত। সেই প্রতারকের কাছ থেকে এ ধরনের কথা শোনাটাই স্বাভাবিক।

এ সময় কেন্দ্রীয় স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি শাহজাহান আলম সাজু, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আজগর আলীসহ শিক্ষক নেতৃবৃন্দ ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।