অসুস্থ অবস্থায় রাস্তায় পাওয়া গেল সিয়ামকে
শরীয়তপুর সদর উপজেলার পালং মধ্য বাজার এলাকার শিশু জুবায়ের আহমেদ সিয়ামকে (১০) হারিয়ে যাওয়ার তিনদিনের মাথায় খুঁজে পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের ডগ্রি বাজার সড়কের পাশে অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পরিবার সিয়ামকে বাড়িতে নিয়ে গেছে।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে সিয়াম নিখোঁজ হয়। সিয়ামের নিখোঁজের ঘটনায় শুক্রবার সকালে পালং মডেল থানায় একটি জিডি করে তার পরিবার।
জুবায়ের আহমেদ সিয়াম শরীয়তপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের পালং মধ্য বাজার এলাকার মঞ্জুর হোসেন সুমন মাঝির ছেলে। সিয়াম তিন ভাইয়ের মধ্যে বড়। সে পালং তুলাসার গুরুদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
পরিবার জানায়, গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাইসাইকেল নিয়ে বাসা থেকে বের হয় জুবায়ের আহমেদ সিয়াম। পরে বিকেল ৪টার দিকে সদর পৌরসভার শান্তিনগরে চাচা মাসুদ মাঝির বাসায় সিয়াম ভেজা শরীর নিয়ে যায়। ভেজা শরীর দেখে চাচাতো ভাই প্রতীক সিয়ামকে বাইসাইকেলসহ বাসার সামনে দিয়ে চলে যায়। কিন্তু সিয়াম আর বাইসাইকেল নিয়ে বাসায় ফিরেনি। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে ডগ্রি বাজার সড়কের পাশে অসুস্থ অবস্থায় সিয়ামকে পাওয়া যায়।
সিয়ামের বাবা মঞ্জুর হোসেন সুমন মাঝি জাগো নিউজকে বলেন, হারিয়ে যাওয়ার তিনদিনের মাথায় ছেলেকে খুঁজে পেয়েছি। তবে সে খুব অসুস্থ, ঠিক মত কিছু বলতে পারছে না। ছেলে সুস্থ হলে বলা যাবে কি হয়েছিল।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সিয়ামকে সকালে পাওয়া গেছে। সে অসুস্থ, সুস্থ হলে বলা যাবে কি হয়েছিল।
ছগির হোসেন/আরএআর/জেআইএম