নেত্রকোনায় বিএনপির যুগ্ম সম্পাদকসহ গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২৬ মার্চ ২০১৮

নেত্রকোনায় নাশকতার মামলায় জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর থানা যুবদলের সাবেক সভাপতি বজলুর রহমান পাঠান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মাসুদ, পৌর বিএনপির ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল হেলিম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন পাঠান হাইউল ও জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক লতিফুল হক চৌধুরী সুজন।

নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বুরহান উদ্দিন জানান, তাদের প্রত্যেকের বিরুদ্ধে নাশকতাসহ দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কামাল হোসাইন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।