বাড়ির দেয়াল ভাঙায় শ্রমিকদের গুলি করলেন অ্যাডভোকেট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৭:১১ পিএম, ২৬ মার্চ ২০১৮

ভোলা পৌরসভার রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য বাড়ির দেয়াল ভাঙাকে কেন্দ্র করে শ্রমিকদের ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

সোমবার সকালে শহরের উকিল পাড়ার অ্যাডভোকেট মাকসুদর রহমান এ গুলিবর্ষণ করেছেন। এ সময় ভয়ে পালাতে গিয়ে ৫ নির্মাণ শ্রমিক আহত হন। আহতের মধ্যে তিনজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান অভিযোগ করে বলেন, ভোলা পৌরসভার ড্রেন ও রাস্তা নির্মাণের জন্য অ্যাডভোকেট মাকসুদুুর রহমানের বাড়ির সীমানাপ্রাচীর ভাঙা জরুরি হয়ে পড়ে।

অনেক দিন ধরে তাকে ওই সীমানাপ্রাচীর ভাঙার অনুরোধ করা হয়। কিন্তু তিনি তা না করায় বাধ্য হয়ে সোমবার সকালে ঠিকাদারের শ্রমিকরা ওই সীমানাপ্রাচীর ভাঙতে যায়। এ সময় তিনি কাজে বাধা দেন এবং গুলি বর্ষণ করেন।

এদিকে, অ্যাডভোকেট মাকসুদুর রহমান জানান, তাকে না জানিয়ে অনুমতি না নিয়ে তার সীমানাপ্রাচীর ভাঙতে শুরু করলে তিনি বাধা দেন। একপর্যায়ে শ্রমিকরা তার ওপর চড়াও হলে তিনি আত্মরক্ষার জন্য ফাঁকা গুলি করেন।

এ বিষয়ে জানতে চাইলে ভোলা মডেল থানা পুলিশের ওসি ছগির আলী জানান, তিনি গুলি বর্ষণের কোনো ঘটনা জানেন না।

আদিল হোসেন তপু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।