মাদারীপুরে কালবৈশাখী, ১৫ দোকানপাট ক্ষতিগ্রস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:০১ পিএম, ২৭ মার্চ ২০১৮

কালবৈশাখী ঝড়ে মাদারীপুরের শিবচরে ১৫টি দোকানপাট, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় অনেক গাছপালা উপড়ে পড়েছে। মঙ্গলবার ভোরে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মল্লিককান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ ভোরে মল্লিককান্দি গ্রামে নদী ভাঙনে আশ্রিতদের এলাকায় কালবৈশাখী ঝড় আঘাত হানে। ঝড়ে ওই এলাকার পাঁচটি দোকানঘর ও দশটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা চরম বিপাকে পড়েছেন।

কাঠালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল বেপারী জানান, নদী ভাঙনে আক্রান্তদের এলাকায় কালবৈশাখী ঝড় আঘাত হানে। জরুরি ভিত্তিতে তাদেরকে সাহায্য দেয়া হয়েছে।

এ কে এম নাসিরুল হক/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।