খাল ও ড্রেন দখলে ফেনীতে জলজট কমছে না


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২৬ জুলাই ২০১৫

পৌর এলাকায় খাল ও ড্রেন দখল করে দোকানপাট নির্মাণের কারণে ফেনীতে জলজট কমছে না। গত দুই দিনের টানা বৃষ্টিতে সড়কসহ শহরের অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। বাসা-বাড়িতে পানি ঢুকে লাখ লাখ টাকার মালামাল নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

জানা যায়, শহরের জিরো পয়েন্ট থেকে দাউদপুর ব্রিজ পর্যন্ত খাল, পাগলির ছড়া খাল, খাজা আহম্মদ লেক দখল হয়ে যাওয়ায় এমন জলজট তৈরি হয়েছে। এতে করে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জলাবদ্ধতার জন্য রাস্তাঘাটে কম যানবহন চলাচল করায় ভোগান্তিতে পড়েছেন শহরবাসী।

এদিকে শহরের এসএসকে রোড, নাজির রোড, শান্তি কোম্পানি রোড, রামপুর, ডাক্তারপাড়া, উকিলপাড়া, মাস্টারপাড়া, পেট্রোবাংলা, পুলিশ কোয়ার্টার, একাডেমি রোড, জেল রোড, হাসপাতাল রোড, মিজান পাড়া, বারাইপুরসহ বিভিন্ন অঞ্চলের পথ-ঘাট পানিতে তলিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শহরে এ জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। পৌর কর্তৃপক্ষ নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় শহরবাসীকে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ফেনী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোসলেহ উদ্দিন হাজারী বাদল জাগো নিউজকে জানান, ১৭ জুলাই থেকে ফেনীতে অবিরাম বৃষ্টি হওয়ায় শহরে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ জলবদ্ধতা নিরসনে পৌরসভার কর্মীরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জহিরুল হক মিলু/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।