পটুয়াখালীতে ইউপি নির্বাচন ঘিরে ব্যাপক প্রস্তুতি
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে, আগামী ২৯ মার্চ পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী, শ্রীরামুপর ইউনিয়ন এবং কলাপাড়া উপজেলার ধানখালী, চম্বাপুর, বালিয়াতলী, মিঠাগঞ্জ ও ডাবলুগঞ্জ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৮ জন, মহিলা মেম্বার পদে ৫৬ জন এবং পুরুষ মেম্বার পদে ২১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে দুমকি উপজেলার লেবুখালী, শ্রীরামুপর ইউনিয়নে মোট ২৩ হাজার ১৭৬ জন ভোটার এবং কলাপাড়া উপজেলার ধানখালী, চম্বাপুর, বালিয়াতলী, মিঠাগঞ্জ ও ডাবলুগঞ্জ ইউনিয়নে মোট ৫০ হাজার ৯৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত তৃণমূলের রাজনীতি। বিশেষ করে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় রাজনীতির মাঠ এখন চাঙ্গা।
পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বলেন, নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী প্রেক্ষাপট বিবেচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে পটুয়াখালী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রস্তুতির মধ্যে রয়েছে প্রতিটি ভোটকেন্দ্রে ৮ জন পুলিশ ও ১০ জন আনছার সদস্য। এছাড়া প্রতিটি ইউনিয়নে ৮ জন নিবার্হী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর