দেশে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৩:১০ পিএম, ২৮ মার্চ ২০১৮

দেশে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল হয়নি। তবে নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে জঙ্গিবাদ নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়ায় অবস্থিত পুলিশ ট্রেনিং সেন্টারের ডিসি ব্যারাক উদ্বোধনীতে এসে তিনি এ কথা বলেছেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জঙ্গিবাদ নির্মূলের মতো মাদক নির্মূলেও জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদক নিয়ন্ত্রণে কাজ করছে।

Mirzapur-(2)

বেলা সাড়ে ১১টার দিকে মির্জাপুরের মহেড়ায় অবস্থিত পুলিশ ট্রেনিং সেন্টারে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জানান মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট অতিরিক্ত ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমীন ও টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

পরে মন্ত্রী ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণার্থীদের থাকার জন্য ১৪ কোটি ১০ লাখ ৩০ হাজার ৮০১ টাকা ব্যয়ে নির্মিত ৫তলা ডিসি ব্যারাক ভবনের উদ্বোধন করেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সচিব মো. ফরিদ উদ্দিন আহমেদ, পিআরও শরিফ মাহমুদ অপু, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল মাবুদ, শেখ রাজীবুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহসিন, মাহমুদুল হাসান ফেরদৌস, মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আফছার উদ্দিন খান, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদাৎ হোসেন সুমন ও মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী ট্রেনিং সেন্টারের বিভিন্ন ভবন এবং মিউজিয়াম ঘুরে দেখেন।

এরশাদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।