ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় হালিমা খাতুন নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হালিমা খাতুন দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়নের শাহাদাতপুর গ্রামের শামসুল হকের মেয়ে। গৃহবধূর স্বামী আব্দুস সালাম পলাতক রয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের চকারচর পাঁচপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
দেওয়ানগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল হক জানান, উপজেলার চকারচর পাঁচপাড়া গ্রামের আব্দুস সালাম প্রায়ই যৌতুকের টাকা জন্য স্ত্রী হালিমার সঙ্গে ঝগড়া করতেন। এ জের ধরে বুধবার রাতে আব্দুস সালাম তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে এলাকবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হালিমার মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহতের স্বামী আব্দুল সালাম পলাতক রয়েছে।
শুভ্র মেহেদী/আরএ/আরআইপি