জীবিতকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতার কার্ড পরিবর্তন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ৩১ মার্চ ২০১৮

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মমিন হোসেন নামে বয়স্ক ভাতার উপকারভোগী জীবিত এক ব্যক্তিকে মৃত দেখিয়ে একই গ্রামের সিদ্দীকুর রহমান নামে অন্য আরেক ব্যক্তিকে ওই বয়স্ক ভাতা প্রদান করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য উষা আক্তারের বিরুদ্ধে নেত্রকোনা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেছেন উপকারভোগী মমিন হোসেন। কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বৃ-চিকনী গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার বৃ-চিকনী গ্রামের ৮৩ বছরের বৃদ্ধ মমিন হোসেন ১২ বছর ধরে বয়স্ক ভাতার কার্ডের মাধ্যমে ভাতা পেয়ে আসছেন। গত ২১ মার্চ ভাতা উত্তোলন করতে গিয়ে মমিন হোসেন জানতে পারেন তাকে মৃত দেখিয়ে সিদ্দীকুর রহমান নামে একই গ্রামের আরেক ব্যক্তিকে তার কার্ড প্রদান করিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় নারী ইউপি সদস্য।

মমিন হোসেন জানান, আমি জীবিত মানুষ। আমারে তারা কীভাবে মৃত বানাইলো বুঝতে পারছি না।

এ ব্যাপারে কেন্দুয়ার  ইউপি সচিব সৈয়দ আল মামুন জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য রোকন উদ্দিন ও উষা আক্তার বলতে পারবেন।

সংরক্ষিত আসনের অভিযুক্ত গড়াডোবা ইউনিয়নের নারী ইউপি সদস্য উষা আক্তার জানান, এ ব্যাপারে আমি কিছুই জানি না।

বিষয়টি নিয়ে গড়াডোবা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বাবলুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ভুলটি কীভাবে হয়েছে তা আমি নিজেও জানি না। তবে কার্ড সংশোধনের কাজ চলছে।

কামাল হোসাইন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।