ট্রেনে ছোড়া পাথরে আ. লীগ নেতা আহত
কমলাপুর রেলস্টেশনের অদূরে চট্টগ্রামগামী মেইল ট্রেনে বাহির থেকে ছোড়া পাথর লেগে আহত হয়েছেন বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম চৌধুরী। তার চোখের উপরের অংশ ফেটে গেছে।
সোমবার রাত সাড়ে ১০টার মেইল ট্রেনটি কমলাপুর রেলস্টেশন থেকে পাঁচ-সাত মিনিট চলার পর এ ঘটনা ঘটে।
আজ (মঙ্গলবার) সকালে ট্রেনটি চট্টগ্রাম পৌঁছালে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চক্ষু ওয়ার্ডে ভর্তি করা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জাগো নিউজকে বলেন, জহিরুল ইসলাম মেইল ট্রেনের জানালার পাশে বসেছিলেন। এ সময় বাইর থেকে পাথর ছুড়ে মারা হয়। এতে তার চোখের উপরের অংশ ফেটে গেছে। চোখ ফুলে গেছে। তাকে হাসপাতালের চক্ষু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এমবিআর/জেআইএম