নোয়াখালীতে নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০৪ এপ্রিল ২০১৮

নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। বুধবার দুপুরে ওই কারখানায় অভিযান চালিয়ে ভেজাল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জামসহ প্রায় কোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে। এ সময় কারখার মালিক আক্তার হোসেন (৩৫) ও দুই কর্মচারীকে আটক করেছে র‌্যাব।

jagonews24

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার নরেশ চাকমা জানান, গত বছরের অক্টোবরে অভিযান চালিয়ে ওই কারখানার ম্যানেজারসহ ছয়জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দেয় এবং কারখানাটি সিলগালা করা হয়। কিন্তু তারা কিছুদিন পরই পেছনের দরজা কেটে ভেতরে ঢুকে পুনরায় ভেজাল ওষুধ তৈরি শুরু করে।

jagonews24

তিনি আরও জানান, কারখানাটিতে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির নামে ভেজাল ওষুধ তৈরি করে তা বাজারজাত করা হতো।

মিজানুর রহমান/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।