ইয়াবাসহ চাকরিচ্যুত বিজিবি সদস্য গ্রেফতার
মাদারীপুরের শিবচরের প্রায় হাজার পিস ইয়াবাসহ রেজাউল করিম হাওলাদার (৩৫) নামে চাকরিচ্যুত এক বিজিবি সদস্য গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার কাঁঠালবাড়ি স্পিডবোট ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রেজাউল করিম সদর উপজেলার পূর্ব পাচখোলার সামচুদ্দিন হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঁঠালবাড়ি স্পিডবোট ঘাট এলাকায় অভিযান চালায় শিবচর থানা পুলিশ। এ সময় রেজাউল করিম নামের এক যাত্রীকে তল্লাশি করে ১ হাজার ২০ পিস ইয়াবা পাওয়া যায়। রেজাউল বিজিবির চাকরিচ্যুত সদস্য বলে দাবি করেছেন। চার বছর আগে তিনি চাকরিচ্যুত হন। তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) শাজাহান মিয়া জানান, রেজাউল চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এ কে এম নাসিরুল হক/আরএ/জেআইএম