১১১ বছর পূর্তি : সাজছে স্কুল, আসছেন নচিকেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ০৫ এপ্রিল ২০১৮

প্রজন্ম থেকে প্রজন্মের মেলবন্ধন এবং স্কুলজীবনের স্মৃতিময় দিনগুলো ফিরে পেতে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব আগামী ৬-৭ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে বুধবার নগরীর রেস্তোরাঁয় স্কুলের প্রাক্তন ছাত্র পরিষদ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

১১১ বছর পূর্তি ঘিরে স্কুলের আশপাশকেও সাজানো হয়েছে বর্ণাঢ্যভাবে। জানান পরিষদ সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার।

ctg

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ স্কুল থেকে যেসব মেধাবী বিকশিত হয়েছে তারা আমাদের গৌরব। দেশ-বিদেশে কীর্তিমান এসব প্রাক্তন ছাত্র দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। আমরা সেই গৌরবের অংশীদার হয়ে মিলনের মহোৎসবে মেতে উঠতে চাই আগামী ৬ ও ৭ এপ্রিল।

প্রথমবারের মতো বড় পরিসরে অনুষ্ঠানের মাধ্যমে ১১১ বছর পূর্তি পালন করতে যাচ্ছে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা। নগরের জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন ভারতের জনপ্রিয় শিল্পী নচিকেতা। অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিষদের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

ctg

এ সময় আরও উপস্থিত ছিলেন রফিকুল আলম চৌধুরী, অ্যাডভোকেট নোমান চৌধুরী, একরাম হোসেন, কাসেম চৌধুরী, সৈয়দ কামরুল হাবীব, দস্তগীর আলম, নিশান ইলাহী। এ মিলনমেলায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকসহ তিন হাজারেরও অধিক মানুষের সমাগম হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান জানান, ৬ এপ্রিল শুক্রবার সকাল ৯টায় জাতীয় পতাকা ও পরিষদের পতাকা উত্তোলনের মাধ্যমে দুই দিনব্যাপী অনুষ্ঠানের যাত্রা শুরু হবে। সকাল ১০টায় ‘পরিবেশ বাঁচাও কর্ণফুলী বাঁচাও’ স্লোগানে র‌্যালি বের করা হবে। র‌্যালির উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

ctg

দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন- প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। এছাড়াও দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেকসহ অন্যান্য অতিথিরাও উপস্থিত থাকবেন। প্রথমদিন দুপুরে মুক্তিযোদ্ধা ও গুণীজন সংবর্ধনা, শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড অর্থহীন ও ফিডব্যাক।

দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ৯টা থেকে অনুষ্ঠান শুরু হবে। এর মধ্যে রয়েছে- পরিষদের বিবরণ পাঠ, প্রাক্তন শিক্ষক ও ছাত্রদের স্মৃতিচারণ, জাদু ও কৌতুক এবং ক্রীড়া প্রতিযোগিতা। বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হবে চট্টগ্রামের আঞ্চলিক গানের শিল্পীদের অংশগ্রহণে সংগীতানুষ্ঠান। গান পরিবেশন করবেন প্রেমসুন্দর বৈষ্ণব, শাকিলা জাহান, রূপা ও নীলিমা। সন্ধ্যায় অংশগ্রহণকারী অতিথি শিল্পী নচিকেতাকে ক্রেস্ট প্রদান করা হবে। রাত সাড়ে ৮টায় নচিকেতা গান পরিবেশন করবেন। রাতে স্পন্সরদের মধ্যে ক্রেস্ট বিতরণ, র‌্যাফেল ড্র এবং ধন্যবাদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

ctg

অনুষ্ঠানে ২ জন দরিদ্র মেধাবী ছাত্রকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। সেইসঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমে একটি ফান্ড গঠন করে দরিদ্র ও অসুস’ ছাত্র এবং শিক্ষকদের আর্থিক সাহায্যসহ স্কুলের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানান মুজিবুর রহমান।

দুই দিনব্যাপী অনুষ্ঠানে যোগ দিতে বিদেশ থেকে বেশ কিছু প্রাক্তন শিক্ষার্থী আসছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

এসআর/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।