সাবেক স্ত্রীর বিরুদ্ধে র‌্যাব সদস্যকে হয়রানির অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১০:০০ পিএম, ০৫ এপ্রিল ২০১৮

ঝিনাইদহে সাবেক স্ত্রীর মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন র‌্যাব সদস্য ও সাবেক স্বামী শাকিবুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্যে শাকিবুর জানান, তিনি বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে প্রেষণে বর্তমানে র‌্যাব-১৪ ময়মনসিংহে কর্মরত আছেন।

তার স্ত্রী ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দ্বারিয়াপুর গ্রামের মুরাদ আলীর মেয়ে মিরা খাতুন চুয়াডাঙ্গা জেলায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। গ্রামের বাড়ি সদর উপজেলার হলিধানী ইউনিয়নের সালিয়া গ্রামে যেতে বললে যেতেন না।

তিনি বলেন, আমার চাকরির সুবাদে ময়মনসিংহ থাকার সুযোগ নিয়ে স্ত্রী মিরা খাতুন পরকীয়ায় জড়ান। এরপর মিরা খাতুন আমার পেশার ক্ষতি করার জন্য আমার কর্মস্থলের পুলিশ সুপারের বরাবর মিথ্যা অভিযোগ দেন।

সেইসঙ্গে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আদালতে মামলাগুলো নিষ্পত্তি হয় এবং আমার পক্ষে রায় দেন আদালত। মামলা দায়ের, মিথ্যা অভিযোগ, পরকীয়াসহ নানা কারণে বনিবনা না হওয়ায় তার সম্মতিতে গত ১৮ মার্চ তাকে আমি তালাক দিই।

এ সময় তাকে ২ লাখ ২০ হাজার টাকা কোর্টের মাধ্যমে দেয়া হয়। তালাক দেয়ার পরও মিরা খাতুন আমার বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযোগ দিচ্ছেন। এখন পুনরায় ৪ লাখ ৫০ হাজার টাকার ভুয়া কাবিননামা দেখিয়ে আমার নামে মামলা করেছেন মিরা।

সংবাদ সম্মেলনে এই র‌্যাব সদস্য স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন, বর্তমানে মিরা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ও আমার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে চাকরিচ্যুত করার হুমকি দিচ্ছেন।

এ সময় সাবেক স্ত্রী মিরা খাতুনের হয়রানিসহ অত্যাচারের হাত থেকে তিনি ও তার পরিবারকে রক্ষা করতে প্রশাসনের সহযোগিতা চান এই র্যাব কর্মকর্তা।

আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।