বাসের ধাক্কায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৮:৫০ এএম, ০৬ এপ্রিল ২০১৮

নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ৪ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক পথচারী। শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার চারারবাঘ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইয়ামিন (২৩), ডালিম (১৭), সোহাগ (১৭) ও রমজান (১৭)। তাদের বাড়ি মরজাল বলে নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ওসি একেএম কাউছার।

পুলিশ জানিয়েছে, রায়পুরার মরজাল এলাকা থেকে একটি মোটরসাইকেল নিয়ে ভৈরবের দিকে যাচ্ছিলেন ৪ আরোহী। মোটরসাইকেলটি ভৈরবের সিমান্ত এলাকা চারারবাঘ পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দেয়। এতে এর চার আরোহী মোটরসাইকেল নিয়ে বাসের নিচে ঢুকে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় প্রায় ২০ মিনিট সড়কে যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে যায়।

রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন জানিয়েছেন, নিহতরা রাজমিস্ত্রির কাজ করতেন। কাজের জন্য তারা ভৈরব যাচ্ছিলেন।

সঞ্জিত সাহা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।