ভোলায় আগুনে ১৬ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১০:০৭ পিএম, ০৬ এপ্রিল ২০১৮

ভোলার লালমোহনের গজারিয়া বাজারে অগ্নিকাণ্ডে ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দুপুর ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

আগুনে তেলের দোকান, গার্মেন্টস, গ্যাসের দোকান, পার্টসের দোকান, খাবার হোটেল ও মুদি দোকান পুড়ে গেছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, দুপুরে গজারিয়া বাজারের একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চরফ্যাশন ও লালমোহনের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুনে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আদিল হোসেন তপু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।