বউ নিয়ে শহরে থাকায় ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ০৮ এপ্রিল ২০১৮

বৃদ্ধা মাকে গ্রামের বাড়িতে রেখে স্ত্রীকে নিয়ে শহরে থাকেন ছেলে। মায়ের খোরপোষ, চিকিৎসা বা জরুরি প্রয়োজনে কোনো খোঁজখবর রাখেন না ছেলে।

ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে মামলা করলেন ৭৫ বছর বয়সী বৃদ্ধা মা। চুয়াডাঙ্গার দামুড়হুদায় মজলিসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মামলায় অভিযুক্ত ছেলে আজিজুল হক উপজেলার মজলিসপুর গ্রামের জাফর আলীর ছেলে। আর ছেলের বিরুদ্ধে অভিযোগকারী মা নফুরা খাতুন (৭৫) ওই গ্রামের জাফর আলীর স্ত্রী। গত মঙ্গলবার দুপুরে দামুড়হুদা পারিবারিক আদালত মামলাটি গ্রহণ করেন।

মামলার বিবরণীতে বলা হয়, ওই গ্রামের জাফর আলীর স্ত্রী নফুরা খাতুন। তাদের ছেলে আজিজুল হক নিজ গ্রাম মজলিসপুর ছেড়ে চুয়াডাঙ্গার আলোকদিয়া গিয়ে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন।

গ্রামে ফেলে আসা মায়ের খোঁজখবর রাখে না আজিজুল। এমনকি মায়ের খোরপোষ বা চিকিৎসার কোনো খরচ বহন করে না। কোনো উপায় না পেয়ে নিজের জন্য মাসিক নিয়মিত খোরপোষের জন্য দামুড়হুদা পারিবারিক আদালতে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন মা।

পারিবারিক আদালতের ভারপ্রাপ্ত সেরেস্তাদার রাহাতুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন বলেন, আদালত মামলাটি গ্রহণ করেছে। আসামির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৩১ মে দিন ধার্য করে নোটিশ ইস্যু করা হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক বলেন, ছেলের কাছে মা খোরপোষ পাবেন এতে আইনি কোনো বাধা নেই। এটা মায়ের অধিকার। অধিকার না পেয়ে মামলা করেছেন মা।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।