কোটা সংস্কার : লক্ষ্মীপুরে আটক ১১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:২১ পিএম, ০৯ এপ্রিল ২০১৮

কোটা পদ্ধতি সংস্কার করার দাবিতে মানববন্ধনের প্রস্তুতিকালে লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাব এলাকায় এ কর্মসূচি পালন করতে নেতাকর্মীরা জড়ো হচ্ছিল।

আটকরা হলেন- ইসলামী আন্দোলনের জেলা সভাপতি অনারারী ক্যাপ্টেন (অব.) মো. ইব্রাহিম, ইসলামী যুব আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুজন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি এমরান হোসাইন, সহ-সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ ১১ জন।

এ ব্যাপারে সন্ধ্যায় ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি আ হ ম নোমান সিরাজী বলেন, কোটা সংস্কার করার দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে যাওয়ার সময় ১০ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। তারা সদর থানা পুলিশ হেফাজতে রয়েছে। খবর পেয়ে ইসলামী আমাদের সংগঠনের জেলা সভাপতি আটক নেতাকর্মীদের দেখতে থানায় গেলে তাকেও আটক করা হয়।

তবে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন গণমাধ্যমকর্মীদের কাছে নেতাকর্মীদের আটকের বিষয়টি অস্বীকার করেন।

কাজল কায়েস/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।