গাইবান্ধা চেম্বারস নির্বাচন : ২ গ্রুপের মধ্যে উত্তেজনা


প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৭ জুলাই ২০১৫

গাইবান্ধা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন নিয়ে টানা পোড়েন শুরু হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুলতান আলী মন্ডলকে রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত পরিচালনা বোর্ডের এক সভায় অব্যাহতি দেয়া হয়।

পরে নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্যের মধ্য থেকে অ্যাডভোকেট হুমায়ন কবির ইকবালকে আহ্বায়ক এবং সদস্য হিসেবে সাংবাদিক আবেদুর রহমান স্বপন ছাড়াও নতুন করে অ্যাডভোকেট পিযুষ কান্তি বর্মণকে অন্তর্ভুক্ত করে পুনঃগঠিত নতুন নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। এ নিয়ে চেম্বাসের দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

চেম্বার সূত্রে জানা যায়, এবারের নির্বাচন নিয়ে তিনটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শনিবার দ্বিতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকা এবং অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বাতিলের ঘোষণা দিলে রোববার বিকেলে গাইবান্ধা চেম্বারের পরিচালক মন্ডলীর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আবুল খায়ের মোরছেলীন পারভেজ। সভায় অ্যাডভোকেট সুলতান আলী মন্ডলকে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

এদিকে গত দু’দিনে চেম্বারসের পরিচালনা বোর্ডের ১৯ টি পদে মোট ৩০ জন মনোনয়নপত্র দাখিল করেন। তবে বিরোধী পক্ষ সাবেক চেম্বার সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদিরের সমর্থকদের কেউই মনোনয়নপত্র দাখিল করেননি। তার সমর্থকরা নির্বাচন স্থগিত রেখে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন জেলা প্রশাসনের কাছে।

অমিত দাশ/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।