ইলিশের হালি ২৭ হাজার টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ১২ এপ্রিল ২০১৮

পহেলা বৈশাখ বাংলা শুভ নববর্ষ। বর্ষবরণ বলে কথা। বৈশাখী মেলা সঙ্গে পান্তা ইলিশ। সব মিলিয়ে চলছে বর্ষবরণের প্রস্তুতি। পান্তার সঙ্গে ইলিশ ছাড়া যেন নতুন বছরকে বরণ করাই হয়ে উঠে না বাঙালির।

তাই বাংলা নতুন বছরকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মার পাড়ে ইলিশের হাট জমে উঠেছে। দামও আকাশছোঁয়া। একদিকে বাংলা নববর্ষকে সামনে রেখে ইলিশ কেনার ধুম পড়েছে। অপর দিকে ইলিশের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।

লৌহজংয়ে পদ্মার পাড়ে হাটবাজারগুলোতে ইলিশের দাম এখন আকাশছোঁয়া। বৃহস্পতিবার ভোরে মাওয়া মৎস্য আড়তে সরেজমিনে গিয়ে দেখা যায় এসব চিত্র।

পদ্মা থেকে ইলিশ আহরণকারী জেলেরা মধ্যরাতেই পাইকারি দরে আড়তের জেলেদের কাছে বিক্রি করে যায় আর সেই ইলিশ সকালে দ্বিগুণ এবং তিন গুণ দামে বিক্রি করেন আড়তের জেলেরা। এবার এক হালি ইলিশ ২৭ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাওয়া আড়তের জেলে স্বপন মিয়া জানান, তিনি পোনে দুই কেজির এক হালি ইলিশ বিক্রি করেছেন ২৭ হাজার টাকা। ঢাকার এক ক্রেতা সকালে তার কাছে থেকে এসব ইলিশ কিনে নেন।

মাওয়া মৎস্য আড়তের সভাপতি ছানা রঞ্জন দাস জানান, নদীতে ইলিশ কম পাওয়া যাচ্ছে তাই বর্তমানে ইলিশের দামটা একটু বেশি।

মৎস্য আড়তের সাধারণ সম্পাদক মো. হামিদুল ইসলাম জানান, পদ্মায় এখন ইলিশের আনাগোনা কম। তাই জালে তেমন ইলিশ আটকা পড়ছে না। তবে বাজারে যা ইলিশ পাওয়া যাচ্ছে তা আগেই মজুত করে রেখেছিল পহেলা বৈশাখ উপলক্ষে। এ জন্য দাম একটু বেশি।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।