রাঙ্গামাটিতে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১৪ এপ্রিল ২০১৮

বাংলা নববর্ষ-১৪২৫ বঙ্গাব্দকে বরণ উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে পৌরসভা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করেন।

jagonews24

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। শুরুতে প্রদীপ জ্বালিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ ও পুলিশ সুপার মো. আলমগীর কবীর।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।