সিরাজগঞ্জে বিএনপি নেতা শিশিরের জামিন নামঞ্জুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১৫ এপ্রিল ২০১৮

নাশকতার মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক ও গণস্বাস্থ্য গ্রামীন টেক্সটাইল লিমিটেডের নির্বাহী পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলাম শিশিরের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাহমিদা কাদির এ আদেশ দেন।

এর আগে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে করা মামলায় কারাবন্দি বিএনপি নেতা শিশিরকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী তার জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ফাহমিদা কাদির তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রুহুল আমিন বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত ১১টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের শিমুলতলা গণস্বাস্থ্য গ্রামীন টেক্সটাইল লিমিটেড কার্যালয় থেকে তাকে আটক করে পুলিশ। ওইদিন রাতেই নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে শিশিরসহ বিএনপি-জামায়াতের আরও ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে কামারখন্দ থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।