কক্সবাজারে প্রশ্নফাঁস চক্রের আরও ১ সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:২০ পিএম, ১৯ এপ্রিল ২০১৮

কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নে মো. মোবারক হোসেন (১৯) নামে এইচএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের আরও এক সদস্যকে আটক করেছে র‌্যাব। বুধবার রাত ১০টার দিকে খুরুশকুলের পালপাড়া বাজারস্থ মা টেলিকম সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্রশ্নফাঁসে ব্যবহৃত একটি মোবাইল সেট, বিকাশ একাউন্টের মোবাইল ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।

আটককৃত মোবারক কক্সবাজার সরকারি কলেজের মানবিক শাখার ১ম বর্ষের ছাত্র এবং খুরুশকুলের লামাজিপাড়ার মো. কাশেমের ছেলে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, জনৈক প্রদীপ পালের দোকানের সামনে এক যুবক চলমান এইচএসসি-২০১৮ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার আগে মোবাইলে প্রশ্নফাঁসের প্রতারণা এবং বোর্ড পরীক্ষার ফলাফল পরিবর্তনের প্রলোভন দেখাচ্ছে, এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে মোবারকের প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত মোবাইল সেট ও বিকাশ একাউন্টের একটি মোবাইল এবং ৩টি সিম কার্ডসহ হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবারক জানায়, ফেসবুকে একটি গ্রুপের মাধ্যমে তার প্রথম প্রশ্নফাঁস চক্রের সঙ্গে যোগাযোগ হয় এবং পরবর্তীতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য গ্রুপের সঙ্গে যুক্ত হন তিনি। এ সমস্ত গ্রুপের অ্যাডমিনদের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে এবং বিকাশের মাধ্যমে অর্থ গ্রহণ করে ইন্টারনেটের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র পাঠিয়ে দেয়ার কাজে জড়িয়ে পড়েন।

মেজর রুহল আমিন আরও জানান, আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাকে থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল রাতে কক্সবাজাররে রামু উপজলোর কচ্ছপয়িা ইউনয়িনের তিতাপাড়া থেকে সাদ্দাম হোসনে (২০) নামে প্রশ্নফাঁস চক্ররে এক সদস্যকে গ্রেফতার করে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। সাদ্দাম হোসনে ওই এলাকার বাদশা ময়িার ছেলে এবং কক্সবাজার মডলে পলিটেকনিট ইনিস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়িারংয়ের ২য় বর্ষের ছাত্র।

সায়ীদ আলমগীর/আরএ/আরআইপি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।