দীঘিনালায় যুবলীগ নেতা হত্যার নেপথ্যে তক্ষক ব্যবসা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১৯ এপ্রিল ২০১৮

খাগড়াছড়ির দীঘিনালায় যুবলীগ নেতা মো. মোশাররফ হোসেন হত্যা মামলার প্রধান আসামি মো. ফজর আলীকে বুধবার চট্টগ্রামের কুয়াইশ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অপর তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দীঘিনালা থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আলী আহমদ খান এ তথ্য জানান।

গ্রেফতার অন্যরা হলেন- রশিক নগর এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. হাতেম আলী (৩২), ফালু মিয়ার ছেলে মো. নবী হোসেন (২৯) এবং হযরত আলীর ছেলে মো. সাইদুল ইসলাম (২৯)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আলী আহমদ খান জানান, তক্ষক ব্যবসার ভাগ ভাটোয়ারাকে কেন্দ্র করেই দীঘিনালার যুবলীগ নেতা মো. মোশাররফ হোসেনকে হত্যা করেছে তার সহযোগীরা। নিহত মোশারফসহ গ্রেফতার সকলেই ছিল দুর্লভ বন্যপ্রাণি তক্ষক ব্যবসায়ী। বিশেষত মোশারফ হোসেন মোটরসাইকেল চালক হওয়ায় তক্ষক পরিবহনের দায়িত্বে ছিলেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৩ এপ্রিল) রাতে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের রশিদ নগর গ্রামের মো. মোশাররফ হোসেনকে ধারলো অস্ত্র দিয়ে হত্যা করে একটি পরিত্যাক্ত রিং টিউবওয়লে ফেলা দেয়া হয়। হত্যার দুইদিন পরে রোববার (১৫ এপ্রিল) স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত মোশারফের গলিত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত মোশাররফ হোসেনের বাবা মো. কুদ্দুস খা বাদী হয়ে দীঘিনালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।