নড়াইলে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আটক ৫৬
নড়াইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবীর মুরাদসহ ৫৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার খাশিয়াল গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক অন্যরা হলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্র ইসলাম অমিত, জেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সুজা, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গির আলমের বড় ভাই মিজানুর রহমান বিশ্বাস এবং নজরুল জোমাদ্দারসহ নড়াইল জেলা বিএনপির ৫৬ নেতাকর্মী।
স্থানীয়রা জানান, জেলা বিএনপির কর্মী সভা করার প্রস্তুতিকালে হঠাৎ পুলিশ এসে তাদেরকে ঘিরে ফেলে। এ সময় ঘটনাস্থল থেকে ৫৬ জন নেতাকর্মীকে আটক করা হয়।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। যারা পালিয়েছে তাদের খুঁজে বের করবে পুলিশ।
হাফিজুল নিলু/আরএআর/পিআর