ছেলের খুন্তির আঘাতে মা খুন
নাটোরে নেশাগ্রস্ত ছেলের খুন্তির আঘাতে মা জহুরা বেওয়া নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় জহুরা বেওয়াকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার রাতে নাটোর সদর উপজেলার কাঁঠালবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ছেলে জমির উদ্দিনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। নিহত জহুরা বেওয়া (৫০) একই গ্রামের মৃত এরশাদ আলীর স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাত ১০টার দিকে জমির উদ্দিন নেশার জন্য মা জহুরা বেওয়ার কাছে টাকা চায়। কিন্তু জহুরা বেওয়া টাকা দিতে অস্বীকার করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত জমির উদ্দিন খুন্তি দিয়ে মা জহুরার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে এলাকাবাসী গুরুতর আহত জহুরা বেওয়াকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।
এ বিষয়ে নাটোর থানা পুলিশের ওসি মশিউর রহমান জানান, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নাটোর থানায় একটি মামলা হয়েছে।
রেজাউল করিম রেজা/এএম/জেআইএম