কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ
প্রচণ্ড বাতাস ও বৃষ্টির কারণে বন্ধ রয়েছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটের নৌযান চলাচল। রোববার বিকেল সোয়া ৫টা থেকে দুর্ঘটনা এড়াতে নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চঘাটের টার্মিনাল পরিদর্শক এবিএস মাহমুদ জানান, বিকেল থেকে আকাশে মেঘ করে বাতাস শুরু হয়। সোয়া ৫টার দিকে বাতাসের বেগ বাড়লে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়।
ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, কালবৈশাখীর কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ফেরি চলাচল।
এছাড়া বৈরী আবহাওয়ার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ পদ্মায় নোঙর করা আছে চারটি ফেরি।
এদিকে, প্রচণ্ড বাতাস ও বৃষ্টির কারণে নৌযান চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীরা আটকা পড়েছে কাঁঠালবাড়ী ঘাটে। টার্মিনালসহ আশেপাশে আশ্রয় নিয়েছেন যাত্রীরা।
এ কে এম নাসিরুল হক/এএম/এমএস