চাঁপাইনবাবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:০৪ এএম, ২৩ এপ্রিল ২০১৮
ছবি-ফাইল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছেন। এ সময় র‌্যাবের চার সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কর্তৃপক্ষ জানায়, গোমস্তাপুর উপজেলার কুইচ্চাপাড়া আড়গাড়া রোডে রোববার রাত সোয়া ১২টার দিকে ডাকাতের সঙ্গে গুলি বিনিময় হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুই ডাকাত নিহত হয়।

ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ৪টি গুলি, ১টি বুলেট, ৩টি হাসুয়া, ১টি চাইনিজ কুড়াল ও ১টি মোটরসাইকেল উদ্ধার করে র‌্যাব।

আব্দুল্লাহ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।