ডাক্তার দেখাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রোগী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২৪ এপ্রিল ২০১৮

মাদারীপুরের শিবচরের পাচ্চর বাসস্ট্যান্ডের কাছে সড়ক দুর্ঘটনায় মমতাজ বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের মুন্সীরহাট গ্রামের বাদশা মাদবরের স্ত্রী মমতাজ বেগম বাড়ি থেকে পাচ্চর রয়েল হাসপাতালে ডাক্তার দেখাতে ইজিবাইক যোগে বাড়ি থেকে রওনা দেন। ইজিবাইকটি রয়েল হাসপাতালের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ফাল্গুনী পরিবহনের একটি বাস ও ইজিবাইকটি মধ্যে মুখোমুখো সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের যাত্রী মমতাজ বেগম নিহত হন।

ঘটনা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ ভুঁইয়া জানান, ফাল্গুনী পরিবহনের একটি বাস ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষ হলে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এতে একজন নিহত হন। ঘাতক বাসটি আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

রুহুল আমিন/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।